জাতীয় জাতিস্মর নেত্রির জন্ম দিবসে ডুয়েট গান

নিজস্ব মতিনিধি

১৮+ দলীয় জটের নেত্রি তার 69 তম জন্ম দিবস উপলক্ষে বৃহষ্পতি বার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বড় আক্রিতির কেক কেটে উপস্থিত নেতৃব্রিন্দ ছাড়াও শুভেচ্ছা জানাতে আসা সকল উৎসুক কর্মীদের মাঝে বিতরন করতে শুরু করেন। তখন লঙ্গর খানায় খানা নিয়া মিসকিনদের কাড়া কাড়ির নেয় একে অন্যের সহিত নানান অংগ বেবহার করে ধাক্কা ধাক্কিতে জরিয়ে পরে অংগ সংগঠনের নেতা-কর্মীরা। এই পর্যায়ে জন্ম দিন নিয়ে খালেদা জিয়া কয়েক লাইন গান গাইতে শুরু করলে তারা শান্ত হয়।

প্রয়াত ভুরুর স্রিতি আচ্ছন্ন জাতিস্মর নেত্রি

পাচ পাচ বার জন্ম নেওয়া জাতিস্মর নেত্রির সংগিত প্রোতিভার পরিচয় পেয়ে তার ভক্ত কুল ইষ্টেজে উঠে প্রিয় নেত্রির সহিত একটি ডুয়েট গাইতে শুরু করে। নীচে গানটির কথা প্রকাশ করা হল।

ভক্ত কুল :-

গনতন্ত্রের প্রত্যাশা নেই, আছে এক দাবি দাওয়া:
চাই বৎসরে পাচ বার করে পেট ভরে কেক খাওয়া
পাচ বার তার জন্ম, আমার নেত্রি জাতিস্মর
গত টার্মের মনে পড়ে স্রিতি, মনে পড়ে তস্কর
দুই পুত্রের কির্তি কাহিনী, ভবনের নাম হাওয়া
পাচ জন্মের লক্ষ্য একটা – শুধু ক্ষমতায় যাওয়া

ফাল দিয়া ওঠে মনের ভিতর হারানো ভুরুর স্রিতি
নেত্রি মোদের বিধবা হয় না, এটা পার্টির রিতি
ফেঁসে যায় খেলা মক্কায় গেলে সঙ্গিকে সাথে নিয়ে
আগেও গেছেন, আবারও যাবেন, কী লাভ পাত্তা দিয়ে

নেত্রি :-

জন্মেছি আমি পাচ বার মোটে, পড়িনি কখনো ঢলে
মৃত্যুর কোলে, আবার কখনো ক্ষমতায় যাবো বলে
বার বার করি আন্দলন ও বার বার একই টানে
কখনো পোড়াই, কখনো কোপাই, কখনো বা মারি জানে

সকলকে আমি ধমকাই শুধু, কখনো বা ধরে চিপি
অনেকেই ভয়ে পেন্ট-শাড়ি মেখে করে ফেলে হায় পিপি
স্ক্রিপ্ট কভু আমি আগেও লিখিনি, এখনো লিখি না তাই
টাকা পাবে বলে শফিক গোলাপি লিখছে ভস্ম ছাই

বিদায় কালে ভক্ত কুল :-

বার বার ফিরে আসবো আমরা, আচ্ছা এখন যাই
জন্ম দিনের পাচটি দাওয়াত বৎসরে যেন পাই

4 Comments to “জাতীয় জাতিস্মর নেত্রির জন্ম দিবসে ডুয়েট গান”

  1. :v 😀 69 জন্মদিন 😛

  2. অসাধারণ সঙ্গীত চর্চা হলো কিছুকাল।

  3. ওয়ান অফ দ্যা ওর্স্ট ।।

  4. বার বার করি আন্দলন ও বার বার একই টানে
    কখনো পোড়াই, কখনো কোপাই, কখনো বা মারি জানে

Leave a comment