Archive for May 26th, 2012

May 26, 2012

শেখ ফাহিমের সাথে স্বরাষ্ট্র মন্ত্রীর মন কষাকষি

বিশেষ মতিবেদক

সাংসদ শেখ ফজলে নূর তাপসের ছোট ভাই শেখ ফাহিম ভারতীয় বানিজ্যিক গোষ্ঠী সাহারা গ্রুপের বাংলাদেশ শাখার আমীর মনোনীত হওয়ায় তার সাথে বিবাদে জড়িয়ে পড়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন।

আজ এক সংবাদ সম্মেলনে এ কথা প্রকাশ করেন সাহারা খাতুন।

সাহারা খাতুন অভিমান করে বলেন, আমার নাম সাহারা। অথচ সাহারা গ্রুপের মালিক সুব্রত রায় ঢাকায় এসে তার গ্রুপের বাংলাদেশ শাখার আমীর মনোনীত করেছেন শেখ ফাহিমকে। এ অন্যায় মেনে নেওয়া যায় না।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, আমি মন্ত্রী ও সাংসদ। আর শেখ ফাহিম সাংসদের ছোট ভাই। আমার নামে সাহারা আছে, তার নামে সাহারা নাই। আমি বড়, সে ছোট। সব বিচারেই সে আমার কাছে ফালতু। অথচ সুব্রত রায় তাকেই সাহারা গ্রুপের বাংলাদেশ শাখার আমীর বানাল।

সাহারা খাতুন আবেগঘন কণ্ঠে বলেন, আল্লাহ এই পাপ সহ্য করবেন না। তিনি সুব্রত রায় ও শেখ ফাহিম, দুইজনকেই গুনাহ দিবেন।

সাহারা খাতুন সুব্রত রায়কে উদ্দেশ করে বলেন, এখনও সময় আছে। লাইনে আসুন।

%d bloggers like this: