নিজস্ব মতিবেদক
আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও উপদেষ্টা পরিষদ সদস্য সাংসদ আবদুল জলিল নিজেকে আজ থেকে অনন্ত বলে পরিচয় দেওয়ার ঘোষনা দিয়েছেন।
আজ এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন প্রবীন এই রাজনীতিবীদ।
জলিল বলেন, সবাই আমায় আবদুল জলিল বলে ডাকে। অথচ আমার একটি সুন্দর ডাক নাম রয়েছে। আশিটি বছর কেটে গেল হায় আমায় সেই নাম ধরে কেহ ডাকেনি কভু। তাই বলে মোর নামটি তো তুমি বাতিল করনি প্রভু। আজ থেকে আমায় অনন্ত নামে ডাকতে হবে।
আবেগঘন কণ্ঠে জলিল বলেন, আবদুল জলিল নামটি একটি অভিশাপ। যাদের স্পেকিং পবলেম আছে তারা এই নাম ঠিকমত উচ্চারন করতে পারে না। তাই আমি সহজ সরল ছিমছাম নাম অনন্ত ধারন করেছি।

আবদুল জলিল অনন্ত
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জলিল বলেন, চিত্রনায়ক অনন্তের সাথে তার কোন সম্পর্ক নাই। তিনি আজ থেকে আশি বছর আগে থেকেই অনন্ত। আর চিত্রনায়ক অনন্ত বিগত দুই বছর ধরে অনন্ত। তিনি অনন্ত হিসেবে চিত্রনায়ক অনন্তের চেয়ে আটাত্তর বছরের সিনিয়র।
ক্ষুব্ধ কণ্ঠে জলিল বলেন, পুরান অনন্ত ভাত পায় না নতুন অনন্ত আমদানী।
সংবাদ সম্মেলন শেষে জলিল পাঞ্জাবীর পকেট থেকে একটি আয়না বের করে নিজেকে দেখেন ও প্রশ্ন করেন, জলিল হাউয়া ইউ?