নিজস্ব মতিবেদক
গ্রামীন বেংকের বাকশালী চেয়ারমেন খোন্দকার মোজাম্মেল হকের পদত্যেগের সংবাদে উল্লাস প্রকাশ করে সদ্য গঠিত রাজনৈতিক দল বাবুনাগরিক শক্তির আমীর, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অর্থনীতীবীদ ও গ্রামীন বেংকের বিতাড়িত মালিক ড. মুহম্মদ ইউনূস বাবুনগরী বলেছেন, মারহাবা। গদিতে গিয়া মোজা চেয়ারমেনরে ক্রসফায়ারে দিব।
আজ নিজ বাসভবনে আয়জিত এক সংবাদ সম্মেলনে এ উল্লাস প্রকাশ করেন বাবুনগরী।
ড. ইউনূস হাসতে হাসতে বলেন, বাকশাল আমায় কানে ধরিয়া আপন হক্কের গদি হতে হটাইয়া দিল। তখন মোজা খোনকার আমার সাপটে একটা কথাও বলে নাই। মিটিমিটি হাসিয়াছে। আমি তাকে ফুন মারিয়া বলিলাম, মোজা তুই আঁরে সাপট কেন ন দিলি? সে হাসতে হাসতে বলে, কাকু তুমায় আর কত সাপট দিব? তিরিশ বচ্ছর ধরিয়া তুমায় সাপট দিতে দিতে আমার ঘাড় মাজায় বিষবেদ্না। এখন তুমি একা খেল। দুইদিন যাইতে না যাইতেই বাকশাল তারে গ্রামীন বেংকের ইউনিয়ন পরিষদ চেয়ারমেন বানাইয়া দিল। আমার অনুপস্থিতিতে গ্রামীন বেংকের টুকরা টুকরা হইয়া ধ্বংস হওয়ার কথা ছিল, তারে বাচাইয়া দিল এই মোজা চেয়ারমেন। সালা ঘোচু একটা।
আবেগঘন কণ্ঠে বাবুনগরী বলেন, বাবুনগরী পরিবারের সংগে বিশ্বাস ঘাতকতা করিয়া কেউ টিকতে পারবে না। সামনে বৃহত্তর জামায়াতের হাত ধরিয়া গদিতে চড়ব। অর্থ মন্ত্রী হব। স্বরাস্ট্র মন্ত্রীও হইতে পারি। তখন মোজা চেয়ারমেনরে নিয়া রেব অস্ত্র উদ্ধারে যাবে। আড়াল হতে ওত পাতিয়া থাকা সন্ত্রাসী ঘোচুর দল রেবের উপরে গুলি চালাইবে। আত্ম রক্ষার্তে রেব পাল্টা গুলি চালাইবে। গুলাগুলির মাঝখানে পড়িয়া পুটু ঝাজরা হইয়া এন্তেকাল করবে কে? বলেন আপনারা। কে এন্তেকাল করবে?

গদিতে বাবুনগরী
উপস্থিত সাংবাদিকরা এ সময় সকলে বলে ওঠেন, মোজা খোনকার এন্তেকাল করবে।
আনন্দঘন কণ্ঠে বাবুনগরী বলেন, উত্তর সঠিক হয়েছে। আগামীকাল ঈদ, আপনাদের সবাইকে ঈদ মোবারক। যান বাসায় গিয়া বেশি করিয়া বাকশালের বিলবুড দখলের উপর রিপট রচনা করুন। আহারে আমার যদি আজ একটা বিলবুড থাকত, বাকশালের পুটুতে আমিও n-তম বারের মত আংগুলি দিতে পারতাম।