হাসিনা গদিতে থাকলে নিউজিলেন্ড জিততে পারবে না: মেককালাম

নিজস্ব মতিবেদক

বাংলাদেশের আমন্ত্রনে কৃকেট খেলতে এসে বৃস্টিপাতে আহত নিউজিলেন্ড কৃকেট দলের অধিনায়ক মেক আবুল কালাম ওরফে মেককালাম ওয়ান ডে সিরিজে ৩-০ পরাজিত হয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেছেন, শেখের বেটী গদিতে থাকলে নিউজিলেন্ডের পক্ষে জয় লাভ সম্ভব নহে।

আজ এপলু হাসপাতালে এক তাতক্ষনিক সংবাদ সম্মেলনে মেককালাম এ কথা বলেন।

মেককালাম বলেন, ডাকিয়া আনিয়া বৃস্টিতে ভিজাইল বাংলাদেশ। দুটু মেচ খেলিয়াই তাই হাসপাতালে ভর্তি হলাম। আমার অনুপস্থিতিতে আমার দলের নেতা কর্মীদের উপর জঘন্য বর্বর হামলা চালাইছে বাংলাদেশ কৃকেট দল। আমি এর প্রতিবাদ জানাই।

আবেগঘন কণ্ঠে মেককালাম বলেন, এইসবের জন্য দায়ী বাকশালের মহিলা আমীর শেখের বেটী শেখ হাসিনা। সে প্রধান মন্ত্রী থাকলে সুষ্ঠু কৃকেট টুর্নামেন্ট খেলা সম্ভব নহে। বাকশালী প্রশাসন বহাল রাখিয়া অবাধ কৃকেট চলতে পারে না।

স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের কৃকেটের জন্য বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ সরকারের বন্দবস্ত করার দাবী জানিয়ে মেককালাম বলেন, শেখের বেটী গদিতে থাকলে কৃকেটে সুক্ষ ও স্থুল উভয় প্রকার কারচুপি হবে।

বৃহত্তর জামায়াতের ৬০ ঘন্টার হরতালে সমর্থন জানিয়ে মেককালাম বলেন, পথের বাধা সরিয়ে দিন, নিউজিলেন্ডকে এগতে দিন।

9 Comments to “হাসিনা গদিতে থাকলে নিউজিলেন্ড জিততে পারবে না: মেককালাম”

  1. শেখের বেটি নিড এ বাংলাওয়াশ ঠু!!

  2. খবরে প্রকাশঃ

    নির্দলীয় নিরপেক্ষ, তত্তাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশের মাটিতে নিউজিল্যান্ড খেলবে না। প্রেস ব্রিফিং এ দলের অধিনায়ক মাককুলাম জানান “এই বাকশালী সরকার থাকলে তারা আর এই দেশে আসবে না, কারণ পরপর দুইবার এত সাদা হওয়া সত্ত্বেও ধবলধোলাই আর কোন দেশে তারা হয় নাই, এইটা মানব ইতিহাসের একটি নজিরবিহীন ঘটনা”

    আরও জানা গিয়েছে, বাংলাদেশ থেকে গিয়ে তেনারা কোঠর আন্দোলন শুরু করবেন।

    “হটাও বাকশাল
    ঠেকাও ওয়াশ”

    #বাংলাদেশ #ক্রিকেট #Bangladesh #Cricket #JoyBangla

  3. দেশে ইসলামী শাসন ব্যতীত বাংলাদেশ কে পরাজিত করা সম্ভব না। ইসলামী শাসন কায়েম হলে বাংলাদেশ ভাল কিছু করতে পারবে না। ফলে পরাজিত হবে। নয়ত পাকিস্তানের উপরে চলে গেলে তো বিরাট সমস্যা।

  4. ভাই সাংঘাতিকের পরে কিছু থাকলে রেটিং সেইটা দিতাম। এককথায় অস্থির।

  5. the writter is toooo good!

  6. কথা কিন্তু সত্য । 😛

  7. নিউজিলেন্ডকে বাংলা ওয়াশ করার প্রতিবাদেই ৪,৫,৬ তারিখ হরতাল- মেডাম।

    -তিন ম্যাচে হারের প্রতিবাদেই তিন দিন হরতাল বলে জানান মহিলা শাখার আমীর।

    -মেডামের উদ্ধৃতি দিয়ে ফেখরুল সাহেব বলেন, আমাগো মূল দল যেমন জানত আল্লামা চান্দে সাঈদী, বা আল্লামা কসাই কাদেরের রায় কী হবে সেরকম আমরা জানতাম যে নিউজিলেন্ডকে হোয়াইট ওয়াশ করা হবে; তাই আগে থেকেই হরতাল।

    -আগে থেকেই কেমনে জানতেন এর জবাবে ভারপ্রাপ্তে দীনে আমীর ফেখরুল বলেন, ইতিহাস কথা কয়। আমাদের মূল দল চান্দে সাঈদীর আর কসাই কাদেরদের ১৯৭১ এর ইতিহাস জানে। আর আমরা ম্যাক আবুল কালামদের ২০১০ এ বাংলা ওয়াশের ইতিহাস জানি।

    -এ বিষয়ে মহিলা শাখার আমীর বলেন, নিউজিলেন্ড আর আমাগো দলের মধ্যে যে সম্পর্ক তার ব্রেন্ড অ্যাম্বাসেডর হইতাসে সাংস্কৃতিক শাখার নায়েবে আমীর নেন্সি। ম্যাক আবুল কালামদের সফরের সময় সেই নেন্সির বাসায় বাকশালীয় সরকার পুলিশ পাঠিয়ে প্রমান করেছে এই ম্যাচ অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের ছিল না

  8. বেপক বিনুদন

  9. bapok anondo pailum 😀 …

Leave a reply to Mehedi Cancel reply