নিজস্ব মতিবেদক
বৃহত্তর জামায়াতে ইসলামীর বিএনপি শাখার নায়েবে আমীর মুবাইলে কুকাম আনোয়ার ওরফে মতি কণ্ঠ আনোয়ার ওরফে এম কে আনোয়ারের গ্রেফতারের সংবাদে উল্লাস প্রকাশ করে আনন্দ মিছিল করেছেন জাতীয়তাবাদী গৃহিনী দলের নেতা কর্মী গন।
শনিবার বিকালে রাজধানীর বিভিন্ন স্থানে তারা আনন্দ মিছিল করে পরস্পরকে মিস্টি খাওয়ান ও এম কে আনোয়ারের তিনটি কুখ্যেত আংগুলের কুশ পুত্তলিকা দাহ করেন।
আনন্দ মিছিল শেষে জাতীয়তাবাদী গৃহিনী দলের নেত্রী ও জয়নাল আবদিন ফারুকের হাতে নিগৃহীত শিউলি রহমত এক বক্তব্যে বলেন, মধ্যরাত্রের আতংক মুবাইলে কুকাম আনোয়ারকে ডিবি পুলিশ গ্রেফতার করায় আমরা আনন্দিত।
শিউলি রহমত বলেন, আমরা বৃহত্তর জামায়াতের বিএনপি শাখার বিভিন্ন পাতিশাখার আমীরের ঘরনী। স্বামী সন্তান লয়ে আমরা সুখে দুঃখে সংসার করি। অবসরে টিভিতে হিন্দী সিরিয়াল দেখি, বাচ্চা কাচ্চাকে ইস্কুলে দিয়াসি নিয়াসি, বাজার করি, রান্না করি, টেলিফুনে ফেসবুকে কুটনামি করি, বিভিন্ন মার্কেটে কিনাকাটা ও খাওয়া দাওয়া করি। সারা দিন এইসব গৃহিনীর দায়ীত্ব পালনের পর মধ্য রাত্রে একটু নিদ্রার অধিকার আমাদের মানবাধিকার।
শিকারের সন্ধানে মুবাইলে কুকাম আনোয়ার
আবেগঘন কণ্ঠে শিউলি বলেন, কিন্তু মধ্যরাত্রির আতংক মুবাইলে কুকাম আনোয়ার আমাদের নিদ্রার মানবাধিকার নিয়মিত লংঘন করেন। তিনি আমাদের গৃহিনী দলের সদস্যদের নিয়মিত মুঠোফুনে কল দিয়া নংরা নংরা কথা বলেন। কখনও শুধান, তুমার জামাই তুমায় গতকাল কিরুপে লাগাইল? কখনও জানতে চান, আমাদের খসম আমাদের কুন অংগ প্রত্যংগে কামড় দিয়াছে। কখনও আবার আমাদের উপর উনার প্রবাদ প্রতিম কুখ্যেত তিনটি আংগুল প্রয়গ করতে চান।
এক পর্যায়ে কেদে ফেলে শিউলি রহমত বলেন, আমরা কাদতে আসিনি, মুবাইলে কুকাম আনোয়ারের ফাসির দাবী নিয়া এসেছি। এই আনোয়ারের নামের বৃদ্ধ জানোয়ারটিকে ফাসিকাষ্ঠে না চড়াইলে আমরা গৃহিনীরা গৃহযুদ্ধ ঘুষনা করব। জাতীয়তাবাদীদের ঘর করি বলিয়া কি আমাদের মানবাধিকার নাই?
মুবাইলে কুকাম আনোয়ারকে ‘অসুস্থ’ ও ‘রোগাক্রান্ত’ উল্লেখ করে গৃহিনী দলের অন্যান্য নেতৃ বৃন্দ বলেন, ডিবি পুলিশের অফিসে ডিমের পর ডিম দিয়া উহার অসুখ নিরাময় করতে হবে।