Archive for December 8th, 2013

December 8, 2013

‘আমরা হব পাকিস্থান’

নিজস্ব মতিবেদক

আত্মগুপন রত বৃহত্তর জামায়াতে ইসলামীর বিএনপি শাখার ভাঁড়প্রাপ্ত নায়েবে আমীর ও জাতীয়তাবাদী শক্তির ‘কমপ্লান বয়’ মির্জা ফখরুল ইসলাম আগুনগীর অজ্ঞাত স্থান হতে দাবি করেছেন, বৃহত্তর জামায়াত ও তার বিএনপি শাখা আজ বাংলাদেশের জন্য অভুত পুর্ব এক সন্মানের বেবস্থা করেছে, যে সন্মানের বর্তমান অধিকারি আমাদের স্বপ্নদেশ পাকিস্থান। ক্ষমতায় না থেকেও দেশের জন্যে মর্যাদা আনয়নের ক্রিতিত্ব আমাদের।

খুশিতে বাগ বাগ হয়ে তিনি বলেন, আজ আমরা ওয়েস্ট ইন্ডিজ কৃকেট দলকে লক্ষ্য করে লাল রঙের ককটেল ছুড়েছি। বেটারা ভয় পেয়ে হটেল থেকে বাইর হইতেছে না। হা হা হা… আরে বেটারা, আমরা লাল রঙের ককটেল দিয়া বলিং করসি মাত্র! ছুডুখাট ককটেলের শব্দেই তোরা পেন্ট নষ্ট করলি, তোগোরে দিয়া আমাগো ঐতিহ্য বাহি কাবাব ত এখনও বানাই ই নাই। তবে আজ অর্জিত হয়েছে আমাদের প্রাথমিক সাফল্য। পাকিস্থান আমাদের আদর্শ – আমরা হব পাকিস্থানের মত। বিশ্বের সমস্ত কৃকেট দলের অন্তরে আমরা ভিতী সঞ্চারন করব, যাতে তারা আমরার দেশে খেলতে না আসে।

কাবাব প্রসঙ্গে লালা সিক্ত কন্ঠে তিনি বলেন, মনে বড় আশা ছিল খাব বারবিকিউ অর্থাৎ বিদেশি কাবাব। তবে যা, এইবার ছাড়িয়া দিলাম। নেক্স টাইম তোগোরে দিয়া বারবাডোজিয়ান বারবিকিউ বানামু।

ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতি বৃহত্তর জামায়াত ও তার বিএনপি শাখার বিশেষ কুন ক্ষুভ আছে কি না জানতে চাইলে ফখা ইবনে চখা বলেন, আছেই ত! ওয়েস্ট ইন্ডিজ ছুপা মালুর দল। দেশের নামটাই দেখেন – ইন্ডিজ। কেমুন ইন্ডিয়া ইন্ডিয়া লাগে না? তারপর দেখেন, ওগো পিলিয়ায় চন্দরপলের পুরা নাম হইল গিয়া শিবনারায়ন চন্দরপল। তারপর হেগো উইকেট কিপারের নাম রামদিন। আরও আছে রবীন্দ্রনাথ রামপল, এক ইস্পিন বলারের নাম সুনীল… আমি আর কিছু বলব না। যা বঝার বুঝে নেন। কারন কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে ত মুখে বলা যায় না-আ-আ, সে ত মুখে বলা যায় না।

December 8, 2013

এ শুধু গানের দিন, এ লগন গান শুনাবার: বাবুনগরী

ওয়াশিংটন মতিবেদক

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে অস্বিকৃতী জানিয়ে সদ্য গঠিত রাজনৈতিক দল বাবুনাগরিক শক্তির আমীর, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অর্থনীতীবীদ ও গ্রামীন বেংকের বিতাড়িত মালিক ‘অর্থনীতীর সানি লিওনি’ কায়েদে নোবেল ড. মুহম্মদ ইউনূস বাবুনগরী বলেছেন, ন কমেন্টস। এ শুধু গানের দিন, এ লগন গান শুনাবার। পুরান দিনের বাংলা গান শুনতে চাইলে বল, শুনাইতে পারি।

আজ মার্কিন যুক্তরাস্ট্রের রাজধানী ওয়াশিংটনের এক পাচতারা হোটেলের আরাম দায়ক বিলাস বহুল কক্ষে একান্ত সাক্ষাতকারে এ কথা বলেন বাবুনগরী।

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ খুলতে নারাজীর কথা জানিয়ে কায়েদে নোবেল বলেন, দেখ ২০০৬ সালে নোবেল পদক পাওয়ার পর আমার উচ্চতা বাড়িয়া দশ ফুট হইছিল। তখন নোবেলের গরমে রাজনীতী নিয়া কথা বলিয়া পরবর্তী কালে শুধু ভুগান্তি হয়েছে। সেনা বাহিনীর কতিপয় জেনারেলের উসকানী পাইয়া নাগরিক শক্তি নামে একটি দল খুলিতে গিয়া জনগনের লাথি গুতা খাইয়া রাজনীতীর মঞ্চ হতে আপন গদিতে ফিরিয়া যাইতে হইছে। সেই ক্ষনিকের ভুলের শাস্তি সরুপ শেখের বেটী আমায় গ্রামীন বেংকের গদি হতে ঘেটী ধরিয়া বিতাড়ন করল। এখন আমি আর কুন কথা কব না। যা করার চুপে চুপে গুপনে করব। তুমরা আমায় কথা বলতে যাতাযাতি কর না।


এ শুধু গানের দিন, এ লগন গান শুনাবার

নিজের ভবিষ্যত কর্ম পরিকল্পনা তুলে ধরে ইউনূস বলেন, এখন আমি যা করব, মার্কিন যুক্তরাস্ট্র ও জাতিসংঘকে ধরিয়া করব। যুক্তরাস্ট্রের ভবিষ্যত প্রেসিডেন্ট হিলারি রডহাম ক্লিনটন আমার বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু। তাই জাতিসংঘের আমীর বানকির পুলা বানকি মুন আমায় খাতির করিয়া চলে। আমি উহাদের সংগে যা আলাপ করার করিয়া লইছি। বানকি মুনের ভাতিজা তারাংকু বাংলাদেশে গেছে শেখের বেটীরে ঘেটী ধরিয়া গদি হতে নামাইতে।

গবেষনা সংস্থা সিপিডির আমীর দেবপ্রিয় ভট্টাচার্যের সংগে নিজের গোপন আলচনার কথা অস্বিকার করে অর্থনীতীর সানি লিওনি বলেন, দেবার সংগে আমার কুন আলচনা হয় নাই। সে একদিন হটেলে আসিয়া বলল, বাবুদা চলেন পাটি করি। তখন আমার দুই ঘনিষ্ট বন্ধু শেরন স্টন ও এনজেলিক হিউজ স্টনকে ডাকলাম। তারা আসিল, কিছু মিউজিক হল, খানা পিনা হল, নাচানাচি হল, এই আর কি। বুঝই ত। কিছু কথা থাক না গুপন?

বাংলাদেশে চলমান হানাহানি জ্বালাও পোড়াও নিয়ে কিছু না বলার অংগীকার করে বাবুনগরী বলেন, শান্তিতে নোবেল পাইছি, শান্তি নিয়া কথা বলব। অশান্তি নিয়া টু শব্দও করব না। দেশে আবার যেদিন শান্তি ফিরবে, সেদিন গ্রামীন বেংক নিয়া আবার কথা কব। তার আগ পযন্ত এ শুধু গানের দিন, এ লগন গান শুনাবার।