Archive for July 30th, 2014

July 30, 2014

লাইনে এলুম: ফারুকী

বিনোদন মতিবেদক

পবিত্র রমজান সমাপ্ত হওয়ার পর টেলিভিশনে জাতির উদ্দেশে ঘোষনা দিয়ে লাইনে এসেছেন বাংলার সেরা বিজ্ঞাপন নির্মাতা ও বাংলার ডেভিড ধাওয়ান আল্লামা মস্তফা সরয়ার ফারুকী।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়জিত এক টেলিভিশন অনুষ্ঠানে ঘোষনা দিয়ে লাইনে আসেন বাংলার ডেভিড ধাওয়ান।

অনুষ্ঠানে ফারুকী বলেন, বাংলার সংস্কৃতি হতে ইসলামকে নির্বাসিত করেছে বাংলার তথাকথিত সেকুলার গোষ্ঠী। এই গোষ্ঠীর কারনে নাটক সিনামায় কুন ইসলাম দেখান যায় না। আমার বানান কুন নাটক, কুন সিনামা, কুন বিজ্ঞাপনে ইসলামের বেপার সেপার দেখাইতে সাহস পাই না। কারন আমি জানি, একবার যদি আমি নাটক সিনামায় ইসলাম করিয়া ফেলি, এই সেকুলার গোষ্ঠী এক জোট হইয়া মারিয়া আমার সরু পুটু প্রশস্ত করিয়া দিবে।

আবেগঘন কণ্ঠে বাংলার ডেভিড ধাওয়ান বলেন, আমার পরবর্তী সিনামায় আমি নায়কের খতনার দৃশ্য, নায়িকার হায়েজ নেফাসের দৃশ্য, নায়কের পিতার অযু করার দৃশ্য, নায়িকার পিতার বালু দিয়া তায়াম্মুম করার দৃশ্য, নায়কের মাতার শবে বরাতে হালুয়া পাকানর দৃশ্য, নায়িকার মাতার শবে কদরে তারাবাজি ফুটানর অপরাধে নায়িকার ছুট ভাইকে প্রহারের দৃশ্য, নায়কের চাচার বকরির ঈদে কুরবানী দেওয়ার দৃশ্য, নায়িকার চাচার রমজানের রাত্রে মহল্লায় বাড়ি বাড়ি গিয়া গেট বাইড়ানর দৃশ্য, মাদ্রাসায় হুজুরের হাতে নায়কের বালক চাচাত ভাইয়ের পুটু মারা খাওয়ার দৃশ্য সহ আরও অনেক ইসলামী দৃশ্য ঢুকাব। দেখি কুন সালা সেকুলার ঘোচু আমায় আটকায়।


জিন্নাহ টুপি মাথায় দিয়ে লাইনে এসেছেন ফারুকী

হুহু করে কেদে উঠে ফারুকী বলেন, সেকুলারদের ফান্দে পড়িয়া আমি আমার নাটক সিনামায় লিটনের ফ্লেট দেখাইতে বাধ্য হইছিলাম। কিন্তু বহুত হইছে, আর নহে। লিটনের ফ্লেট ইজ ন মর। আমার আগামী নাটক সিনামা বিজ্ঞাপনে আমি দেখাব লিটনের তাবু।

ইসলামী বেংক ও দৈনিক সংগ্রামকে ইসলামী দৃশ্য দেখানর জন্য ইসলামী পুরস্কার ঘোষনার আহোভান জানিয়ে ফারুকী বলেন, খালি পেটে ইসলাম করিয়া পুষায় না। সেকুলারদের মুখমুখী হতে গেলে চাই আন্তর্জাতিক ও দেশীয় পুরস্কার। সৌদী আমিরাত কাতার প্রভৃতি দেশে আপনাদের বসদিগকে বলিয়া আমায় কিছু আন্তর্জাতিক পুরস্কার যুগাড় করিয়া দিন।

এ সময় টেলিফুনে এক দর্শক ইসলামের দৃস্টিতে নাটক সিনামা বিজ্ঞাপন নির্মান জায়েজ কিনা, এ প্রশ্ন করলে সরাসরি উত্তর না দিয়ে বাংলার ডেভিড ধাওয়ান বলেন, অতিরিক্ত ইসলাম স্বাস্থের জন্য ক্ষতিকর। লাইনে আসুন।

%d bloggers like this: