Archive for September 3rd, 2014

September 3, 2014

টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান করবেন ফারুকী

নিজস্ব মতিবেদক

বৃহত্তর জামায়াতের কেডারদের হাতে চেনেল আইয়ের ইসলামী অনুষ্ঠান উপস্থাপক ও ইসলামী ফ্রন্টের সভাপতি মণ্ডলীর সদস্য আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আন্তর্জাতিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম ফারুকী নিহত হওয়ার পর চেনেল আইয়ে ইসলামী অনুষ্ঠানের হাল ধরতে যাচ্ছেন নিহত ফারুকীর যমজ ভাই বাংলার সেরা বিজ্ঞাপন নির্মাতা ও বাংলার ডেভিড ধাওয়ান আল্লামা মস্তফা সরয়ার ফারুকী।

আজ নিজ বাসভবনে আয়জিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন মস্তফা সরয়ার ফারুকী।

সংবাদ সম্মেলনে ফারুকী বলেন, নুরুল ইসলাম ফারুকী আমার যমজ ভাই। ছুটকালে আমরা মেলায় ঘুরতে গিয়া হারাইয়া গিয়াছিলাম।

আবেগঘন কণ্ঠে বাংলার ডেভিড ধাওয়ান বলেন, আমাদের পিতামাতার ইচ্ছা ছিল, আমরা যমজ দুই ভাই বড় হয়ে অনেক নাম কামাই করব। উনাদের ইচ্ছা ছিল, আমাদের মধ্যে একজন হইবে সেকুলার, আরেকজন হইবে দ্বীনের পথে আলেম। ছুটকালে মেলায় হারাইয়া গেলেও পিতামাতার স্বপ্ন আমরা বাস্তবায়ন করিয়াছি। বৃহত্তর জামায়াতের কেডারদের হাতে নিহত নুরুল ইসলাম ফারুকী আছিলেন একজন সেকুলার পণ্ডিত, আর আমি হইছি দ্বীনের পথের একজন আলেম। তাই চেনেল আইয়ে ইসলাম বিষয়ক অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’ এখন আমিই উপস্থাপনা করব।


শহরে এসেছে এক নতুন আলেম

বৃহত্তর জামায়াতের কেডারদের হাতে নিহত ফারুকীর প্রতি ক্ষোভ প্রকাশ করে জীবীত ফারুকী বলেন, নুরুল ইসলাম ফারুকী আমার যমজ ভাই হইলে কি হইবে, সে সেকুলার হইয়াই সব পণ্ড করল। আমি তাকে বহু বার বলিয়াছি, আল্লামা মওদুদীর পথে আস। সে আমায় হাসতে হাসতে বলছিল, মওদুদী একটি মোনাফেক।

হুহু করে কেদে উঠে মস্তফা সরয়ার ফারুকী বলেন, শুদু মওদুদীর অপমান করিয়াই সে থামে নাই। সে আমাদিগের সকলের নয়নের মনি পিস টিভির আমীর আল্লামা জোকাই লামার পিছনেও লাগছিল। তৌহিদী জনতা কখনও তা মেনে নিতে পারে না। তাই আজ সে আর আমাদের মাঝে নাই।

টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান উপস্থাপকদের প্রভাবশালী সংগঠন ‘এশশিয়েশন অফ ইসলামী মিডিয়া পারসনালিটি’র বর্তমান আমীরের পদ গ্রহনের পরিকল্পনার কথা জানিয়ে মস্তফা সরয়ার ফারুকী বলেন, শহরে এসেছে এক নতুন আলেম, ধর তাকে ধরে ফেল এখনই সময়। নাহইলে আলেম রাগ করে চলে যাবে, ফিরেও আসবে না, আলেম কস্ট চেপে চলে যাবে, খুজেও পাবে না, মেয়ে আমাকে ফিরাও।

টেলিভিশনের অন্যান্য ইসলামী উপস্থাপকদের ধন্যবাদ জানিয়ে বাংলার ডেভিড ধাওয়ান বলেন, সেকুলারদের রাতের ঘুম হারাম করিতে আমি চলিয়া আসছি, আর কুন চিন্তা নাই। নুরুল ইসলাম ফারুকী হত্যার পিছনে যে সকল আলেম উপস্থাপক ইন্ধন যুগাইছেন, তাহাদিগকে ধন্যবাদ।

নুরুল ইসলাম ফারুকী বিরধী ইসলামী মিডিয়া বেক্তিত্ব তারেক মনয়ারের সংগে নিবিড় বন্ধুত্ব গড়ে তুলার উপর জোর দিয়ে মস্তফা সরয়ার ফারুকী বলেন, তারেক মাসুদ দিয়া আমাদিগের কুন প্রয়জন নাই, তারেক মনয়ার হইলেই আমাদিগের কাম চলিয়া যাইবে। যুগে যুগে তারেকরাই দেশকে দাজ্জালের হাত হতে উদ্ধার করে। বন্দু তুমার পথের সাথীরে চিনে নিও। আমরা এক লগে মিলিয়া সেকুলারদিগের বিরুদ্ধে জেহাদ লড়াইব।

মস্তফা সরয়ার ফারুকীকে ইসলামের টেলিভিশন জগতে সাগত জানিয়ে নিখিল বাংলাদেশ তারেক সমিতির নায়েবে আমীর ও নুরুল ইসলাম ফারুকী বিরধী মাওলানা তারেক মনয়ার বলেন, এক ফারুকী লকান্তরে, আরেক ফারুকী ফ্রেনশিপ করে। এ ফারুকীই সঠিক ফারুকী।

%d bloggers like this: