Posts tagged ‘জিপি’

March 30, 2011

নারীদিবসের শতবর্ষে শুধু মেয়েদের জন্য নতুন কলিং প্ল্যান চালু করল গ্রামীন ফোন

মতিকন্ঠ বিজনেস রিপোর্টঃ

গ্রামীন ফোন শুধু মেয়েদের জন্য চালু করল তাদের নতুন কলিং প্ল্যান। গতকাল গুলশানস্থ কর্পোরেট হেড কোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে গ্রামীন ফোনের নির্বাহী প্রধান সংবাদিকদের এই তথ্য দেন। আন্তর্জাতিক নারীদিবসের একশ বছর পূর্তি উপলক্ষে চালু করা এই নতুন প্ল্যানের সুবিধা পাবেন শুধু মেয়েরাই।

সংবাদ সম্মেলনে গ্রামীনের নির্বাহী প্রধান জানান “উই ব্লিড হোয়েন ইউ ব্লিড- এই প্ল্যানটার সুবিধা পাবেন কেবল মাত্র মেয়েরা, মাসের বিশেষ পাঁচদিনে।

“মাসের বিশেষ পাঁচদিনের প্রথম দিন মেয়েরা ২৪৯২ নম্বরে একটা এসএমএস পাঠালেই প্ল্যানে রেজিস্টার করতে পারবেন। প্ল্যানে রেজিস্টার করলে পরবর্তী পাঁচ দিন সকল কলে তারা ৫০% ছাড় পাবেন। এরপর আঠাশ দিন অন্তর অন্তর পাঁচ দিন ৫০% ছাড় দেওয়া হবে।”

“নারীদিবসের শতবর্ষে আমরা নারীদের সম্মান জানানোর এর চেয়ে ভালো বিকল্প কোনো পথ পাই নি।” গ্রামীন ফোনের নির্বাহী প্রধান সাংবাদিকদের এই ঘোষণা দেন।

জন্মলগ্ন থেকেই গ্রামীন ফোন এই দেশের মানুষের দুঃখ-কষ্ট আর আনন্দের ভাগীদার। মাসের এই পাঁচটা দিন অনেক মেয়ের জন্যই বেদনাদায়ক। আমরা সেই বেদনার ভার নিতে চাই। আমাদের ৫০% ছাড় সেই বেদনারই ভাগ নেওয়া। সেই থেকেই আমাদের “উই ব্লিড হোয়েন ইউ ব্লিড” কলিং প্ল্যানটার জন্ম।

পুরুষ মানুষরা এই প্ল্যানের সুফল গোপনে গ্রহন করলে সেটা কিভাবে এড়াবেন, এই প্রশ্নের জবাবে নির্বাহী প্রধান জানান যে তাঁরা মাঝে মাঝে তাঁদের সার্ভারে গ্রাহকদের কথোপকথনের কিছু কি-ওয়ার্ড সার্চ করবেন। পুরুষ মানুষরা তাঁদের আলাপচারিতাতে “বাল” বা এই জাতীয় শব্দ প্রচুর ব্যবহার করেন। এই ধরনের শব্দের ব্যবহার পাওয়া গেলে এই প্ল্যান থেকে গ্রাহককে বহিষ্কার করা হবে।

গ্রামীনের এই উদ্যোগ সুধীমহলে দারুণভাবে প্রশংসিত হয়েছে। এই অভিনব উদ্যোগের পর আশা করা যাচ্ছে যে অন্যান্য মোবাইল নেটওয়ার্কও একই ধরনের প্ল্যান নিয়ে বাজারে আসবে।

Tags: