Archive for September, 2013

September 29, 2013

পাণ্ডে নহে, গাণ্ডে: বেবী

খুলনা মতিনিধি

খুলনা সার্কিট হাউজ ময়দানে মনরম সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে গিয়ে বিখ্যেত সংগীত শিল্পী ও জাসাসের সদস্য বেবী নাজনীন বলেছেন, পাণ্ডে নহে, বল গাণ্ডে।

সার্কিট হাউজ ময়দানে বেবী নাজনীন মঞ্চে আরহন করার পর উপস্থিত বৃহত্তর জামায়াতে ইসলামীর ছাত্র শাখা শিবিরের খানকির পোলা নেতা কর্মীরা ‘বেবী পাণ্ডে জিন্দাবাদ’ লিখিত প্লেকাড ফেষ্টুন উত্তলন করে নাড়াচাড়া করলে বেবী নাজনীন সহাস্যে তাদের ভুল সংশুধন করে দেন।

বেবী নাজনীন বলেন, আজ এই ঐতিহাসিক সমাবেশে গান গাইতে আসিয়া এট ফাষ্ট যা দেখিয়া ভালা লাগছে তা হইতেছে শিবির। শিবিরের পুলাগুলি ইস্মাট, দেখিতে অপরুপ, তাদের বেনার ফেষ্টুন প্লেকাডগুলিও মাশাল্লাহ সুন্দর। আর ছাত্র দলের ঘোচুগুলির বেনার ফেষ্টুন প্লেকাড দেখিলে মনে হয় তাহারা বিগত বতসরের কুন মালের উপ্রে চুন কালি দিয়া লিখিয়া ময়দানে আসিয়াছে। এই ফকিন্নির পুলাদের জন্য মুর্দাবাদ, শিবিরের জন্য জিন্দাবাদ। শিবির আই লাবিউ। তুমাদের জন্য এলমেল বাতাসে উড়িয়েছি শাড়ির আছল।


রাজাকারের বিবির, বাচ্চারা সব শিবির: বেবী গাণ্ডে

 

মিস্টি হেসে আবেগঘন কণ্ঠে বেবী বলেন, সবই ঠিক ছিল, খালি একখান মিষ্টেক আছে। আমি পাণ্ডে নহি। পাণ্ডে হওয়ার সাধ্য আমার নাই। আমি গাণ্ডে, তুমাদের বেবী গাণ্ডে। আমার একশন গানে গানে, তাই আমি গাণ্ডে। তাই বলি শিবিরের যুবক বৃন্দ, তুমরা তুমাদের বেনার ফেষ্টুন প্লেকাডে পা কাটিয়া গা লিখ। পা নহে, তুমাদের জন্য আমি গা বরাদ্দ করিলাম।

মঞ্চে উপস্থিত বৃহত্তর জামায়াতের বিএনপি শাখার একজন জেষ্ঠ নেতা মতিকণ্ঠকে বলেন, টেকাটুকা দিতেছি আমরা আর খাতির পায় শিবির। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম?

বেবী গাণ্ডের নাচগান ইসলাম সম্মত কিনা, এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিবির নেতা বলেন, শুনছি তিউনিশিয়ার নারীরা সিরিয়ায় যৌন জিহাদ করতে গিয়াছিল। ইসলাম অত্যন্ত রহস্যময়। বুঝেনই ত।

September 26, 2013

এসেছে নতুন শমসের আংকেল, তাকে ছেড়ে দিতে হবে স্থান

September 22, 2013

সরকারের চাপে রাজাকারদের মামলা হাতে নিছি: রাজ্জাক

নিজস্ব মতিবেদক

যুক্তরাজ্যের প্রভাবশালী পতৃকা “দি ডেলি টেলি গ্রাফ”কে দেওয়া এক সাক্ষাতকারে বৃহত্তর জামায়াতে ইসলামীর খানকির পোলায়ে আমীর ও নায়েবদের পক্ষের আইনজীবী ও বৃহত্তর জামায়াতের উকিলে আমীর বেরিষ্টার আবদুর রাজ্জাক বলেছেন, সরকারের চাপে পড়িয়া এই খানকির পুলা রাজাকার বৃন্দের মামলা হাতে নিছি।

দি ডেলি টেলি গ্রাফের ২১ সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশিত এক চাঞ্চল্যকর সংবাদে বৃহত্তর জামায়াতে ইসলামীর ইংরাজ উকিল টবি কেডমেনের বরাত দিয়ে বেরিষ্টার রাজ্জাকের এ স্বিকারুক্তির কথা বলা হয়।

দি ডেলি টেলি গ্রাফের সংবাদে দেখা যায়, লনডনের কুখ্যেত উকিল আল্লামা টবি কেডমেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে নিযুক্ত বৃহত্তর জামায়াতের খানকির পোলায়ে আমীর ওমরাহ গনের উকিল বেরিষ্টার রাজ্জাকের মান নিয়ে হতাশা বেক্ত করেছেন। টবি কেডমেন দি ডেলি টেলি গ্রাফকে বলেন, বেরিষ্টার রাজ্জাক একটি অভিশাপ। আমার দেওয়া কুন পরামর্শ সে কানে তুলে না। আমি তারে যতগুলু ভাল ভাল কুবুদ্ধি দিলাম, কুনটাই সে ঠিকমত কামে লাগাইতারে নাই। খানকির পুলা খালি জ্বালাও পুড়াও খুন খারাপির লাইনে থাকে। এইসব করিতে গিয়া সে মামলা পণ্ড করিল। এখন কাদের চাচ্চুর ত ফাসি হয়া গেল।

আবেগঘন ফন্টে টবি কেডমেন বলেন, আমি এক্কেরে বিসমিল্লাতেই অধ্যাপক গোলাম আজমরে বলছিলাম, মাষ্টর সাব আপুনি রাজ্জাক উকিলের উপর ভরসা করিয়েন না। সে আপুনাকে ফাসাইয়া দিবে। গোলাম আজম আমার কথা শুনলেন না, ইংরাজীতে বলিলেন, এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার এ লেজি ডগ। এখন বুঝিয়াছি, নব্বই বতসরের আরামদন্ডের লালচেই তিনি রাজ্জাক উকিলরে ফিট করিয়াছিলেন।

একটি গোপনে ধারনকৃত ভিডিওর বরাত দিয়ে টবি কেডমেন বলেন, আমি একটি ভিডিও দেখিয়াছি। সেই ভিডিওতে রাজ্জাক উকিল ‘ফাক ইউ কেডমেন মাদারচুদ’ লেখা টি শাট পরিধান করিয়া বলিতেছে, সরকারের চাপে পড়িয়া সে খানকির পুলা রাজাকার বৃন্দের মামলা হাতে লইয়াছে। সরকার তাহাকে গুপনে প্রচুর টেকাটুকা জমিজমা বাড়িগাড়ির লালচ দেখাইয়া বৃহত্তর জামায়াতের আমীর ওমরাহগনের মামলা লড়াইতে নামাইছে। সে যে একটি ভ্রষ্ট উকিল তাহা আমি বুঝি, সরকার বুঝে, বুঝে না খালি বৃহত্তর জামায়াতের রাজাকার গন।

এক পর্যায়ে কেদে ফেলে দি ডেলি টেলি গ্রাফকে টবি কেডমেন বলেন, খাটতে খাটতে পুটুর ছাল চামড়া উঠিয়া গেল, অথচ আমারেই বলে কিনা লেজি ডগ। নিঠুর বালামোয়া।

এ বেপারে বেরিষ্টার রাজ্জাকের সংগে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

September 19, 2013

হতাশ জীবনে আশার আলো