শনিবার হরতাল ডেকেছে নিউজিলেন্ড

ক্রীড়া মতিবেদক

পর পর দুটি ওয়ান ডে মেচে পরাজয়ের পর শনিবার দেশবেপী হরতালের ডাক দিয়েছেন নিউজিলেন্ডের কেপ্টেন মেক আবুল কালাম ওরফে মেককালাম।

আজ বাংলাদেশের কাছে ৪০ রানে হারার পর প্রতিক্রিয়ায় এক সংবাদ সম্মেলনে এ হরতালের ডাক দেন মেককালাম।

মেককালাম বলেন, জয় পরাজয় নয়, অংশ গ্রহনই বড় কথা। আমরা চাই বাংলাদেশ অংশ গ্রহনই বড় কথা মডে খেলাধুলা করুক। কিন্তু দুঃখের সংগে বলতে চাই, আন্তর্জাতিক কৃকেটের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ খেলতে পারছে না।

আবেগঘন কণ্ঠে মেককালাম বলেন, গত মেচে বিস্টির কারনে আমরা অসুবিধার মুখমুখী হয়েছিলাম। লুইস পদ্ধতিতে অংকের মারপেচে বাংলাদেশ জয় লাভ করে। বিস্টিটা না নামলে দেখাইয়া দিতাম কৃকেট কারে বলে।

দাওয়াত দিয়ে ডেকে এনে বৃষ্টিতে ভিজানর অভিযোগ এনে মেককালাম বলেন, তারা সমানে চার ছয় মারল, আর আমরা একটু মারতে নামতেই বাংলাদেশের কেপ্টেন মুশফিকুর বলে কি, এস তবে বিস্টি নামাই। তারপরই কুকুর বিড়াল বিস্টি হল। আমরা হারিয়া গেলাম। এ কেমন আচরন? নিজেরা শুকনা মাঠে বেট করবা আর আমাদিগকে ভিজা মাঠে বেট করতে পাঠাইবা, একে ত লেবেল প্লেইং ফিল্ড বলে না।

আজকের মেচে কি সমস্যা ছিল, এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে মেককালাম বলেন, আমরাও চাই বাংলাদেশ খেলিয়া জিতুক, কিন্তু সেই খেলা স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হতে হবে। আজকের খেলা আন্তর্জাতিক মানের হয়নি। আমরাও নিউজিলেন্ডের গরুর দুদ খাই, বাংলাদেশও নিউজিলেন্ডের গরুর দুদ খায়। কাজেই এটি একটি লুকাল খেলা হয়েছে। আমাদের সংগে আন্তর্জাতিক মানের খেলা তখনই হবে যখন বাংলাদেশ নিউজিলেন্ডের গরুর দুদ খাওয়া বন্দ করবে।

স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের কৃকেটের দাবী জানিয়ে শনিবার হরতালের ডাক দিয়ে মেককালাম বলেন, অবিলম্বে আমাদের দাবী মেনে নিয়ে নির্দলীয় নিরপেক্ষ কৃকেট মেচের আয়জন করুন। জনগনের দাবী মেনে নিন।

মেককালামের দাবীর সংগে একমত প্রকাশ করে সংবাদ সম্মেলনে উপস্থিত বৃহত্তর জামায়াতে ইসলামীর বিএনপি শাখার ভাঁড়প্রাপ্ত নায়েবে আমীর ও জাতীয়তাবাদী শক্তির ‘কমপ্লান বয়’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কমপ্লান ভক্ষন না করে নিউজিলেন্ডে দুদ ভক্ষন করে বাংলাদেশ কৃকেট দল আন্তর্জাতিক মান লংঘন করেছে। আমরা ক্ষমতায় আসিয়া এই দলকে প্রথমেই পাকিস্তানে বোমা-গুলির মধ্যে খেলতে পাঠাইয়া সাইজ করিব। এদের খেলার মান পাকিস্তান অপেক্ষা ভাল হয়ে গেলে বিএনপি শাখার মান ইজ্জত কিছুই থাকবে না।

এরপর মেককালাম ও ফখা ইবনে চখা নিজ নিজ বুকে হাত দিয়ে নিউজিলেন্ডের জাতীয় সংগীত ‘যে দেশে গরু খায় বার মাস সবুজ ঘাস সেই দেশ দুধের দেশ নিউজিলেন্ড’ পরিবেশন করে সংবাদ সম্মেলন শেষ করেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বাংলাদেশ কৃকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, দুদ না খেলে হবে না ভাল ছেলে।

38 Comments to “শনিবার হরতাল ডেকেছে নিউজিলেন্ড”

  1. sobjaygay rajniti na tanle hoina?? sick of it,,,,,

  2. ‘আমরাও নিউজিলেন্ডের গরুর দুদ খাই, বাংলাদেশও নিউজিলেন্ডের গরুর দুদ খায়। কাজেই এটি একটি লুকাল খেলা হয়েছে …মাইরালা আমারে :v

  3. বিশিষ্ট সমাজঅবিগগানি পিচাশ করিম কিছু বলে নাই দেইখা মন খারাপ হইছে….

  4. নিউজিলেন্ডের জাতীয় সংগীত ‘যে দেশে গরু খায় বার মাস সবুজ ঘাস সেই দেশ দুধের দেশ নিউজিলেন্ড’

  5. বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল যে বাংলাদেশ নিউজিল্যান্ড কে হারাবে!

    • Ar Chagol r shopno chilo j shey hamba hamba hamba korte shikhbe..

    • vai জ্বলে?

      • Na re bhai jole na. Birokti laage.. Koi din ar ei shob chagol r utpath tolerate kroa jai?

        To apni kon deshi chagol?

    • আমারও স্বপ্ন ছিল একদিন বাংলাদেশ থ্যাইকা ছাগু বিতাড়িত হবে এবং পাজিস্তান টুকরো টুকরো কইরা ভেইঙ্গ্যা সাগরে মিইশ্যা যাইবাম।

  6. faltu post..cricket k rajniti mukto rakha uchit..karon eti e desh k united kore

  7. বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল তাঁর মাইয়া বিরোধী দলে থাকা কালে সব চেয়ে বেশি সংখ্যক হরতাল দিয়া রেকর্ড করবো। আমরা জানি তাঁর মাইয়া অলরেডি তা করছে , এবং সেই হরতালের রেকর্ড এখন পর্যন্ত কেউ ভাঙবার পারে নাই । তাই লেখক ভাইয়ে ট্রাই মারছে যদি গাজা খুরি কিছু লেইখা যদি বঙ্গবন্ধুর মাইয়ার হরতালের রেকর্ডটা যদি ভাঙ্গা যায় ।
    ভাই বেপুক লেখছেন, আপনার লেখা পইড়া আপনেরে একখান এ্যাওয়ার্ড দিবার মন চাইতাছে……

  8. ব্যাপক হইছে

  9. Those r the culprit Who divided our nation………………Bogus

  10. কিউই পাখিরে ডাকি
    বলিছে দোয়েল!
    ক্যাঙ্গারু দেখেছ শুধু,
    দেখনি রয়েল!!!

  11. এই পোস্ট টাকে অনেকভাবেই নেওয়া যায়। কিন্তু আমি পোস্ট টাকে শুধুমাত্র বিনোদন হিসেবেই নিলাম।

  12. অতিথি নিউজিলান্ডকে পরপর ২ ম্যাচে হারানোর প্রতিবাদে শুক্রবার রাত ১২:৫০ থেকে ১:০০ পর্যন্ত হরতাল ডাকলাম।

  13. It was hilarious, but i just hoped it would be neutral of political view..

  14. 😀 ei deshe hortal deoar odhikar sokoler.. even mek abul kalam er o! 😀

  15. বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল যে বাংলাদেশ নিউজিল্যান্ড কে হারাবে! 😛

  16. মজার একটা লেখার মধ্যে অহেতুক পক্ষপাতমূলক রাজনীতি ঢুকাইয়া সব মজা নষ্ট কইরা দিল। Rating বা share কিছুই দিলাম না তাই।

  17. হা হা হা চরম লিখেছেন

  18. পরে হাসতে হাসতে শেষ।

  19. নিউজিলেন্ডের কেপ্টেন মেক আবুল কালাম ওরফে মেককালাম। darun

  20. এই লেখা নুবেল পাওয়ার যুগ্য।

  21. (বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল যে বাংলাদেশ নিউজিল্যান্ড কে হারাবে!) জিয়াউর রহমান যখন এই বক্তব্য দিয়েছিলেন তখন তাকে রেডিওতে দেখা গেছিল। হা হা হা

  22. হাসতে হাসতে পেট ফেটে গেল। কিন্তু বানানে এত ভুল, এই ব্যাপারটা দৃষ্টিকটু।

  23. মতিকন্ঠ, বানানও বদলে দেয়। ব্যাপক!!!

  24. লেখাটা মুশফিকুর রহিম সহ জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটার পড়লে খুবই ভালো হত!

  25. bangladeshe rajnity sara ar fun korar asei ba ki…

  26. বাংলাদেশ তখন সবেমাত্র ক্রিকেট খেলা শুরু করলো । আকরাম খান নিউজিল্যান্ডের স্টিভেন ফ্লেমিংয়ের সাথে একটা ফটো তুলতে চেয়েছিলেন ।দাম্ভিক ফ্লেমিং সেদিন অখ্যাত আকরাম খানের সাথে ফটো তুলতে অস্বীকৃতি জানিয়েছিল|
    আমরা ভুলি নাই,সব মনে আছে,থাকবে ।

  27. @tourist: ইহা মতিকন্ঠের নিজস্ব বানানরীতি। সিরাম উপভোগ্য ।

  28. বাংলাদেশ কৃকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, দুদ না খেলে হবে না ভাল ছেলে।

Leave a comment