ভারতের সাথে সুসম্পর্ক চাই: খালেদা

নিজস্ব মতিবেদক

বৃহত্তর জামায়াতে ইসলামের বিএনপি শাখার মহিলা আমীর বেগম খালেদা জিয়া বলেছেন, অতীতের সব ঝগড়া ভুলে ভারতের সংগে ভাব করতে চাই। আর নয় হিংসা বিদ্বেষ হানাহানি। এখন থেকে ভারতের জন্য শুধু ভালবাসা।

বেগম জিয়া বলেন, ভারত মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সাহায্য করেছে, তাই আমরা এতদিন রাগ করে ভারতের সংগে কথা বলি নাই। কিন্তু ৪১ বছর কেটে গেল, কেউ কথা রাখেনি। তাই আজ ভারতের সংগে সুসম্পর্ক চাই। ভারত ইজ দি নিউ পাকিস্তান।

বেগম জিয়া আবেগঘন কণ্ঠে বলেন, একাত্তুর সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলার রেম্বো। তিনি অর্ধেক বাংলাদেশে একাই বড় বড় কামান বন্দুক হাতে যুদ্ধ করেছেন। তাই ভারতের কাছে যদি দেশ বিক্রি করতে হয়, আমরাই করব।

আওয়ামী লীগের দিকে ইংগিত করে বেগম জিয়া বলেন, একটি দল আছে, যারা ভারতের সাথে এক পাতে ভাত খায়, কিন্তু ঠিকমত দেশ বিক্রি করতে পারে না। তিনি মনমোহন সিংহকে বিএনপির অবদান স্বীকার করার আহ্বান জানিয়ে বলেন, আমাদের মন্ত্রী সাইফুর রহমানই সর্ব প্রথম দেশের বাজার ভারতের কাছে উন্মুক্ত করেছিল। আমরাই দেশের গেস ও কয়লা ভারতের টাটা কম্পানীর কাছে তুলে দেয়ার উদ্যগ নিয়েছিলাম।

ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে আগ্রার তাজমহলে বেড়াতে যাওয়ার আগ্রহ প্রকাশ করে খালেদা বলেন, ভারত বিএনপির কাছে ফালুর নেয় আপন।

2 Comments to “ভারতের সাথে সুসম্পর্ক চাই: খালেদা”

  1. ইন্ডিয়ার সাথে দোস্তি না করলে ক্ষমতায় আসা কঠিন!,

  2. fazlamo r fazil ….

Leave a comment