Archive for May 4th, 2011

May 4, 2011

‘লাদেন নয়, ওটা খোকা’

বিশেষ মতিবেদক

আজ এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান। বাংলাদেশে ইসলামী আন্দোলনের প্রানপুরুষ এই আধ্যাত্মিক নেতা বলেন, “পাকিস্তানে লাদেন নিহত হয়েছে, এটি একটি ফালতু, মিথ্যা ও ইহুদি চক্রান্ত জনিত খবর। লাদেন নিহত হন নাই। ওটা ছিল আমাদের সাদেক হোসেন খোকা।”

খোকা গেল কার বাড়ি?

পত্রিকায় প্রকাশিত কথিত নিহত লাদেনের ছবি দেখিয়ে মাওলানা জাফরুল্লাহ বলেন, এই ছবি দেখেই বোঝা যায়, এটি লাদেনের ছবি হতেই পারে না। বরং এটি আমাদের সাদেক হোসেন খোকার ছবি।

কেন সাদেক হোসেন খোকা পাকিস্তানের আবোটাবাদের নির্জন প্রাসাদে নিহত হলেন, তা খতিয়ে দেখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান মাওলানা জাফরুল্লাহ। তিনি আল্লাহর কাছে খোকার রূহের মাগফেরাত কামনা করেন এবং তাকে জান্নাত নিবাসী করতে ফরিয়াদ জানান। আগামী কাল বাদ আছর পল্টন ময়দানে খোকার গায়েবি জানাজাও পড়ার ব্যাপার আগ্রহ প্রকাশ করেন মাওলানা জাফরুল্লাহ।

মাওলানা জাফরুল্লাহ একটি বিশেষ মহলের প্রতি ইঙ্গিত করে বলেন, লাদেনের মৃত্যুর গুজব ছড়িয়ে আল কায়েদার নেতৃত্ব গ্রহণের জন্য লালায়িত হয়ে পড়েছে একটি বিশেষ মহল। তারা বাংলাদেশে ইসলামী আন্দোলন করার চেয়ে মাদ্রাসা দখলের মত আল কায়েদা দখলের ব্যাপারেই বেশী উৎসাহী।

সাংবাদিকরা এই বিশেষ মহলের পরিচয় জানতে চাইলে মাওলানা জাফরুল্লাহ হেসে বলেন, পরিচয় জেনে আর কি হবে, আমনেরা কি আর ওনাত্তে বেশি বুজেন?

লাদেন যদি নিহত না হন, তাহলে তিনি কোথায়, এ প্রশ্নের জবাবে মাওলানা জাফরুল্লাহ বলেন, এসব প্রশ্ন আমাকে না করে আল কায়দার নতুন আমিরকে করুন।