টেকা ফিরত দিতে আগাম অস্বিকৃতি মতিচুরের

নিজস্ব মতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ও আপীল বিভাগের নির্মম বলি, মেধাবী শিক্ষক ও বৃহত্তর জামায়াতে ইসলামীর খানকির পোলায়ে নায়েব আবদুল কাদের মোল্লা ওরফে কসাই কাদেরের মৃত্যু দন্ড কার্যকর না করার টেন্ডার নিয়ে কাজ উদ্ধার করতে না পারা সত্তেও বৃহত্তর জামায়াতের নিকট হতে টেন্ডার বাবদ নেওয়া আগাম টেকাটুকা ফিরত দিতে অস্বিকৃতি জানিয়েছেন প্রভাবশালী এলাকা কারওয়ানবাজারের সর্দার ও ১১০% অরাজনৈতিক সংগঠন ‘হেফাজতে মাহমুদুরের’ প্রতিষ্ঠাতা আমীর মতিচুর রহমান আজমী।

আজ আপীল বিভাগ কাদের মোল্লার ফাঁসির রায় পর্যালচনার আবেদন খারিজ করলে কারওয়ানবাজার কার্যালয়ে আয়জিত এক তাতক্ষনিক সংবাদ সম্মেলনে এ অস্বিকৃতি জানান মতিচুর।

মতিচুর বলেন, মুখের কথা, ধনুকের তীর, হাতের ককটেল, টিউবের টুথপেষ্ট ও পকেটের টেকা একবার বাইর হইয়া গেলে আর ফিরানর উপায় থাকে না। বৃহত্তর জামায়াতের খানকির পুলায়ে আমীর ওমরাহদিগের উকিল বেরিষ্টার রাজ্জাক আমায় যে টেকাটুকা দিয়াছেন, উহাও আর ফিরানর কুন উপায় নাই।

আবেগঘন কণ্ঠে মতিচুর বলেন, আমি সাধ্য মত চেস্টা করেছি। কিন্তু ইস বাংগালী বহুত কমিনা হায়।

কাদের মোল্লাকে বাচাতে না পারলেও অন্যান্য খানকির পোলা নেতা কর্মীদের বাচানর অংগীকার বেক্ত করে মতিচুর বলেন, আমি এই ফেইলিউরকে আমার শাকশেষের পিলার বানাব। তবে যেহেতু কামটি কঠিন, তাই অন্যান্যদের জন্য এখন হতে ডবল রেট।

এ সময় মতিচুর রহমানের পাশে কারওয়ানবাজারের যুগ্ম সর্দার আল্লামা মিজানুচ চটকান খানকে গালে হাত দিয়ে বসে থাকতে দেখা যায়।

One Comment to “টেকা ফিরত দিতে আগাম অস্বিকৃতি মতিচুরের”

  1. ফাঁসিটা তুমি পেয়ে গেছো মোল্লা সত্যি
    এখন আর কেউ আটকাতে পারবেনা
    বেঁচে থাকার আশা এই বার তুমি ভেস্তে দিতে পারো
    সবাইকে বলে দাও বেঁচে তুমি থাকছো না।
    ফাঁসিটা তুমি পেয়ে গেছো মোল্লা সত্যি
    আর মাত্র কয়েকটা দিন ব্যাস
    স্টার্টিংয়েই ওরা ঝুলায় দেবে তিন মিনিট পরে কনফার্ম
    চুপ করে কেন মোল্লা কিছু বলছো না?
    এটা কি 7310192 কাদের মোল্লা তুমি পারছো কি শুনতে?
    ৪২ বছর চেষ্টা করে এইবার তোমাকে পেয়েছি
    দেবো না কিছুতেই আর বাঁচতে।
    হ্যালো 7310192 দিননা ডেকে মোল্লাকে একটি বার
    মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে
    জরু্রি খুব জরুরি দরকার
    স্বপ্ন এবার হয়ে যাবে মোল্লা সত্যি
    এতোদিন ধরে এতো অপেক্ষা
    শিবিরের কতো ছাগুর সাথে কনডেম সেলে বন্দী দুজনের
    রুদ্ধশ্বাস কতো প্রতীক্ষা
    আর কিছুদিন তারপর মোল্লা মুক্তি
    কবরের সাড়ে তিন হাত মাটির নিচে ঘর
    বাঁশেরকেল্লার গুজব আর ছাগু ভরা এই শহরে তোমার আর রনির লাল নীল সংসার
    চুপ করে কেন একি মোল্লা তুমি কাঁদছো?
    ফাঁসিটা তুমি পেয়ে গেছো সত্যি
    কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে
    হ্যালো মোল্লাহ তুমি শুনতে পাচ্ছো কি?

    /
    Zakaria Omi.

Leave a comment