Archive for March 29th, 2013

March 29, 2013

টেকায় টেকা আনে: মালাই লামা

নিজস্ব মতিবেদক

হাজার হাজার কুটি টেকা চুরির দায়ে আটক হলমার্ক গ্রুপকে পুনরায় টেকা ঋন দেওয়ার অংগীকার করে অর্থ মন্ত্রী মালাই লামা বলেছেন, টেকায় টেকা আনে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মালাই লামা হলমার্ক গ্রুপের চুরিদারির তথ্য উপস্থাপন করে বলেন, চার হাজার কুটি টেকা কুন টেকাই নহে। সারা দেশে প্রতি দিন হাজার হাজার কুটি টেকা উনিশ বিশ হয়। হলমার্ক নিয়া এত হাউকাউ ভাল নহে।

অর্থনীতী অতি কঠিন বিষয়, এ মন্তব্য করে মালাই লামা বলেন, টেকা চুরি করলে ফিরত আনা খুব কঠিন বেপার। চার বছর সাধনা করে ছোট গনতন্ত্রের মাত্র বিশ কুটি টেকা আমরা ফিরত আনতে পেরেছি। আর আপনেরা হলমার্কের চার হাজার কুটি টেকা চার মাসে আদায় করতে বলেন।

লাস ভেগাস শান্তি পদক জয়ী মালাই লামা

হলমার্কের টেকাকে কানের পানির সংগে তুলনা করে মালাই লামা বলেন, কানে পানি ঢুকলে আমরা কি করি? লাফালাফি ঝাকাঝাকি করে কুন ফয়দা হয়? হয় না। কানে পানি ঢুকলে কানে আরও পানি ঢুকাতে হয়। তবেই কানের পানি বের হয়ে আসে। হলমার্কের টেকাও এইরুপ। আরও চার হাজার কুটি টেকা তাদের জরুরী সহায়তা দিতে হবে। তাহলে আমরা আগের চার হাজার কুটি টেকা ফিরত পাব।

তবে সব টেকা ফিরত পাওয়া যাবে না বলে মালাই লামা বলেন, কিছু টেকা ডানে বামে নষ্ট হয়েই থাকে। এইসব কুন বেপারই নহে।

আবেগঘন কণ্ঠে মালাই লামা বলেন, হলমার্কের তানভীর সোনার আংটি ভক্ষন করেছে। আপনারা বলছেন তার পেট ফাড়িয়া সেই আংটি উদ্ধার করতে। আর আমি বলছি, তাকে আরও এক কেজি সোনার আংটি ভক্ষন করান হউক, যাতে তার ঠেলায় প্রথম আংটি পুটু পথে বাইরে আসে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মালাই লামা বলেন, টেকাই ত মেরেছে, পুটু ত মারেনি। তুমরা এত সমস্যা কর কেন?

Tags: